অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের নিজস্ব ভবন

অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস এবং স্থায়ী মিশনের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে এ ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সেই সঙ্গে তিনি দূতাবাসের ভেতরে বঙ্গবন্ধু মেমোরিয়াল হলেরও উদ্বোধন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ উপলক্ষে দূতাবাসের নতুন ভবনে ওপেন হাউজ ডে ও বঙ্গবন্ধু মেমোরিয়াল হলে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু করা হয়। দূতালয় প্রধান তারাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও রাষ্ট্রদূত এম আবু জাফর।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আমরা পৃথিবীতে ৪০তম অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছি।
বিজ্ঞাপন
তিনি প্রবাসীদের বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
রাষ্ট্রদূত এম আবু জাফর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও উন্নয়নের ফলেই আজ আমাদের এই নিজস্ব ভবন উদ্বোধন করা সম্ভব হয়েছে।
বিজ্ঞাপন
সভায় উপস্থিত ছিলেন- দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান, প্রথম সচিব মালিহা শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা বায়েজিদ মীর, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, বাংলাদেশ অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল কবির, মিজানুর রহমান শ্যামল, রুহি দাস সাহা, মনোয়ার পারভেজ, সিনিয়র সাংবাদিক আহমেদ ফিরোজ, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখার সভাপতি জান্নাতুল ফরহাদ, সেক্রেটারি রানা বখতিয়ার, বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনার সভাপতি রবিন মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক নুসরাত সুলতানা মিষ্টি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লেখক শেখ সাইফুজ্জামানসহ প্রবাসী বাংলাদেশিরা।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ এবং মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বিজ্ঞাপন
বিএ/জেআইএম
বিজ্ঞাপন