ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ভিয়েনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

হাসান তামিম | প্রকাশিত: ১১:০০ এএম, ৩০ জানুয়ারি ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে ‘বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা’। এ উপলক্ষে শনিবার দেশটির স্থানীয় এক হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আফরিদা আলম পূর্না এবং মুন হোসাইনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনার সভাপতি রবিন মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ, সহ-সভাপতি মানিক চৌধুরী, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পাকন, সাংস্কৃতিক সম্পাদক নুসরাত সুলতানা মিষ্টি, ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব তারাজুল ইসলাম।

এ ছাড়া বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট আরনস্ট গ্রাফ, কনস্যুলেট ভলফগাং ভেনিনগার, অস্ট্রিয়া ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি ইভা জামান, মিজানুর রহমান খান, পারভেজ মনোয়ার, মীর তরুন, কাঞ্চন মিয়াসহ প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠানের শুরুতে ওয়াজুন আলী রবিনের কোরাআন তেলওয়াত এবং সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Viena1.jpg

আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করেন। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদাররা বাঙালির অবিসংবাদী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাকে পাকিস্তানের কারাগারে বন্দি করা হয়।

বাঙালি যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবে মৃত্যুর প্রহর গুনছিলেন। একাত্তরের ১৬ ডিসেম্বর বাঙালিদের চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পর বিশ্বনেতারা বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। আন্তর্জাতিক চাপে পরাজিত পাকিস্তানি শাসকগোষ্ঠী শেষ পর্যন্ত জেল থেকে বঙ্গবন্ধুকে সসম্মানে মুক্তি দিতে বাধ্য হয়।

এমআরএম/জেআইএম