ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সাংহাই বিশ্ববিদ্যালয়ে সেরা পুরস্কার পেলেন বাংলাদেশি

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৯:০০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৯

চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ে প্রায় পাঁচ হাজার বিদেশি ছাত্রছাত্রীদের মধ্য থেকে সেরা পুরস্কার অর্জন করেছেন এ. এ. এম. মুজাহিদ। সাংহাই বিশ্ববিদ্যালয়ে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিতে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার দেয়া হয়।

সাংহাই বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল নিউ ইয়ার গালা ও অ্যাওয়ার্ড সিরোমনি ফর ইন্টারন্যাশনাল পারসন। ২০ ডিসেম্বর বিকেলে সাংহাই বিশ্ববিদ্যালয়ে ওয়েচাং অডিটোরিয়ামে আয়োজিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংহাই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক অ্যাফেয়ার্স অফিসের পরিচালক পেইং ঝাংইউ।

China1

মোট ৫টি ক্যাটাগরিতে ১৫ জন ইন্টারন্যাশনাল শিক্ষার্থীকে স্টার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ক্যাটাগরিগুলি হলো- একডেমিক স্টার, পাবলিক স্পিরিটেড স্টার, আর্টস অ্যান্ড কালচার স্টার এবং স্পোর্টস স্টার।

প্রতিটি ক্যাটাগরিতেই প্রার্থীরা তাদের আবেদনপত্র জমা দেয়। সেখান থেকে যাচাই-বাছাই করে একটা সংক্ষিপ্ত মনোয়ন তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়। এরপর অনলাইন ভোটের মাধ্যমে চূড়ান্ত ফল নির্ধারণ করা হয়।

China1

পাবলিক স্পিরিটেড স্টার ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এ. এ. এম. মুজাহিদ। মুজাহিদ সাংহাই বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টে একজন পিএইচডি স্টুডেন্ট এবং এ বিশ্ববিদ্যালয়ের একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ২০১৮ সাল থেকে।

পুরস্কার পেয়ে মুজাহিদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ব্যক্তি পর্যায়ে এটি খুব বড় অর্জন নয়। তবে সাংহাই বিশ্ববিদ্যালয় প্রায় পাঁচ হাজার বিদেশি ছাত্রছাত্রীদের মধ্য থেকে বাংলাদেশি হিসেবে এ অর্জনে আমি গর্বিত। সাংহাই বিশ্ববিদ্যালয়ে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিতে আমার অবদানের একটা স্মারক হিসেবে আমাকে এ পুরস্কারটি প্রদান করা হয়।

ছাইয়েদুল ইসলাম, চীন থেকে/এমআরএম/জেআইএম