জর্ডানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা
জর্ডান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার (২০ ডিসেম্বর) জর্ডানের আল সাহাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জর্ডান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ এস শ্যামলের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম জিয়া, জামাল মিয়া, সোহেল হাকিম, শেখ হুমায়ুন কবির, জয়নাল মামুন, বিল্লাল হোসেন, জুয়েল মিয়া, মো. নূরুনবী, মো. হাশেম এবং মো. পিন্টু।
এ সময় বক্তরা বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের সফলতা কামনা করেন। এছাড়াও মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়। ১৫ আগস্টে নিহত সকল সদস্যকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
ফাউন্ডেশন সাধারণ সম্পাদক এ এস শ্যামল জর্ডানের প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে বেশ কিছু দাবি উপস্থাপন করেন।
দাবি গুলো হলো-
> অবিলম্ব আম্মান-ঢাকা-আম্মান ফ্লাইট চালু করার অনুরোধ জানানো হয়।
> জর্ডানে বিভিন্ন শহরে যেমন আকাবা, ইরবিদ, আল হাসানে কর্মরত প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবা চালু করুন।
> বাংলাদেশে আরও সহজে রেমিট্যান্স প্রেরণ এবং জর্ডানে কর্মরত প্রবাসীদের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির জন্য বাংলাদেশের সরকারি বা বেসরকারি ব্যাংকের শাখা দ্রুত স্থাপনের জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে অনুরোধ জানানো হয়।
> মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ন্যায় জর্ডানেও আম্মানের বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা) চালু করতে করার দাবি জানানো হয়।
> জর্ডান সরকারের সঙ্গে আলোচনা করে ঢাকাতে জর্ডানের মিশন/দূতাবাস দ্রুত চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।
> পুরুষ শ্রমিকদের জন্য ভিসা চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় উক্ত দাবিগুলোর প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা ঘোষণা করা হয়। এ সময় জর্ডানের আকাবা, ইরবিদ, আল দুলাল, আলতাজুমা,আল হাসানসহ বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
এফআর/এমএস