ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

জর্ডানের আকাবায় শিগগিরই কনস্যুলার সেবা

সেলিম আকাশ | আম্মান (জর্ডান) | প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৩ ডিসেম্বর ২০১৯

 

শিগগিরই জর্ডানের আকাবায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের আম্মানস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে কনস্যুলার সেবা কার্যক্রম শুরু হবে।

আম্মানস্থ বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. বশির জাগো নিউজকে বলেন, আকাবাতে বিভিন্ন পোশাক কারখানায় ১০ হাজারেরও বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন, যাদের অধিকাংশই নারী শ্রমিক।

তিনি বলেন, আম্মান থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে আকাবা। প্রবাসীদের সেবা দৌরগোড়ায় পৌঁছে দিতে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কাজ করে যাচ্ছে। ছোটখাটো কারণে অনেক সময় প্রবাসীদের বেতন কর্তনসহ চাকরি হারানোর মতো নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়টি বিবেচনা করে দূতাবাস খুব শিগগিরই আকাবাসহ দূরবর্তী অন্যান্য শহরে নির্দিষ্ট সময় দূতাবাসের কনস্যুলার টিম পাঠিয়ে কার্যক্রম শুরু করবে।

দূতাবাসের এ কর্মকর্তা বলেন, আকাবায় পাসপোর্ট নবায়নসহ কনস্যুলার সেবা প্রদান করা হবে। বাংলাদেশ দূতাবাসকে জনবান্ধবে পরিণত করতে আমরা সর্বদাই চেষ্টা করে যাচ্ছি। প্রবাসীদের কল্যাণে যেকোনো কার্যক্রম গ্রহণ করতে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

এমআরএম/এমএস