লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠায় মতবিনিময়
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে একটি আধুনিক বাংলাদেশ কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠায় সুধীজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশি আমেরিকান সোসাইটির আয়োজনে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় শহরের একটি রেঁস্তোরায় এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাইদুল হক সেনটু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ড. নাজমুল উল্লাহ, ড. জয়নুল আবেদিন, মমিনুল হক বাচ্চু, মোখলেছ ভূঁইয়া, মাসুদ রব চৌধুরী, শিপার চৌধুরী, মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সোহেল রহমান বাদল, তৌফিক ছোলেমান খান তুহিন, মুজিব সিদ্দিকী, মজিবর রহমান খোকা, সাইফুর ওসমানী জিতু, হাবিব আহমেদ টিয়া, কাজী মশহুরুল হুদা, মোহাম্মদ আলী খান, ইলিয়াস সিকদার, সাইফ কুতুবী, ইসমাইল হোসেন, মিঠুন চৌধুরী, আব্দুস সামাদ, শাহালম খান চৌধুরী, সাইয়েদ হাওলাদার, রানা মাহমুদ, শাহিন হোসেন, জাহিদ হোসেন পিন্টু, হানিফ সিদ্দিকী, মোহাম্মদ আবু হানিফা, কাজী গোলামরহমান মানিক, খায়রুজ্জামান মামুন, হোসেন আলী, আইভেন আমির প্রমুখ।
সভায় বক্তারা লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও অর্থ সংগ্রহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাজিয়া হক মিমি।
বিএ/পিআর