রিয়াদে ‘ঢাকা মেডিকেলের’ প্রশংসায় শিল্প মন্ত্রণালয়
সৌদি আরবে বাংলাদেশি মালিকানাধীন একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল। যা ইতোমধ্যে প্রবাসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সৌদি আরবের বুকে একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হওয়াতে রিয়াদ বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীরা নানা সহযোগিতা পাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশে থেকে সফরে সরকারি কোনো প্রতিনিধি দল আসলে অনেকেই আসেন ঢাকা মেডিকেল সেন্টার পরিদর্শনে।
সম্প্রতি রিয়াদের ঢাকা মেডিকেল পরিদর্শন করলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম (বিএসইসি)। সঙ্গে ছিলেন মিজানুর রহমান, অতিরিক্ত সচিব বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), মো. আশিকুর রহমান, পরিচালক, বিএসইসি এবং ইকোনমিক কাউন্সিলর আবুল হাসান।
পরিদর্শনকালে অতিথি শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম অনন্দ প্রকাশ করেন এবং প্রবাসের মাটিতে এমন একটি প্রতিষ্ঠান বাংলাদেশিরা পরিচালনা করছেন বিদেশে বাংলাদেশকে অন্যভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন বলে প্রশংসা করেন। যে কোনো প্রয়োজনে শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতা দেয়ার আশ্বাস প্রদান করেন তিনি।
মেডিকেল পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল সেন্টারের স্পন্সর বানদার বিন নায়েফ, রিয়াদ ঢাকা মেডিকেলের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন আরমান, পরিচালক (অর্থ) মাওলানা ছফিউল্লাহ, পরিচালক (মার্কেটিং) আকতার হোসেন।
এমআরএম/জেআইএম