ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আমিরাতে লোকনাথ সেবা সংঘের দ্বিবার্ষিক সম্মেলন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে জ্যোতি লোকনাথ সেবা সংঘের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার আবুধাবি মদিনা যায়েদ একটি অস্থায়ী মন্দিরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনিল শীলের সভাপতিত্বে রাজু পালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাস-আল-খাইমা জ্যোতি লোকনাথ সেবা সংঘের সভাপতি মিন্টু শীল, সম্মেলনে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আল আইন মরুতীর্থ প্রবাসী গীতা সংঘের প্রতিষ্ঠাতা বাবু জগদীশ্বরানন্দ পুরী মহারাজ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আমিরাত শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় শীল, অনিল কান্তি দাস, আবু তাহের, রিপন কুমার পাল, তিলক শীল, কাজল শীল, উত্তম সুত্রধর, শ্যামল শীল, দোলন কান্তি রায়, শ্রীমান কান্তি রায়, লিটন কুমার শীল, রুবেল শিল ও জিকু শীলসহ আরও অনেকে।

সম্মেলনের মধ্যে গুরুপূজা, ভাগবত গীতা পাঠ, ধর্মীয় আলোচনা সভা, মহানাম সংকীর্তন এবং আনন্দবাজার মহাপ্রসাদ এর আয়োজন করা হয়।

সম্মেলনে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের উপস্থিতি দেখা যায়। সম্মেলনে অমল শীলকে সভাপতি দোলন কান্তি রায়কে সাধারণ সম্পাদক রাজু পাল সাংগঠনিক সম্পাদক রুবেল শীলকে অর্থ সম্পাদক করে ৮১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বক্তব্য দেন- সজীব সেন নয়ন পাল, সূজনশীল সঞ্জয়নন্দী, সুমনশীল, লিটন দাস, সজীব তালুকদার, সুমন চক্রবর্তী, রবীন্দ্র শীল, সুমন চক্রবর্তী বিন্দু শীলসহ আরো অনেকে। অনুষ্ঠানের শেষে বিশ্ব মানব কল্যাণে প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এমআরএম/জেআইএম

আরও পড়ুন