ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ভেনিসে জাতীয় শোক দিবস পালন

জমির হোসেন | প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১৮ আগস্ট ২০১৯

ভেনিসে জাতীয় শোক দিবস পালন করেছে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখা। দেশটির স্থানীয় একটি হল রুমে ১৫ আগস্ট যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।

ভেনিস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকতার বেপারীর পরিচালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আনকোনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইতালি আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান সরকার।

অনুষ্ঠানে বক্তব্য দেন- ভেনিস আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন ফকির, সহ-সভাপতি মিয়া মোসলেম, সহ-সভাপতি খোরশেদ মাঝি, সহ-সভাপতি কিশোর খন্দকার, সহ-সভাপতি নুর আলী পাঠান জিল্লু, সহ-সভাপতি আল মামুন ঢালী, সহ-সভাপতি জিল্লু খলিফা, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজাদ খান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জল।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রোমান মাল প্রমুখ বক্তব্য দেন। আঞ্চলিক সমিতির মধ্যে বাংলাদেশ সমিতি ভেনিসের উপদেষ্টা আব্দুল বারি, বাংলাদেশ সমিতির উপদেষ্টা কুদ্দুস চৌধুরী, দোহার ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা জাওয়ার মোড়ল, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, ভৈরব সমিতির সভাপতি সোলেমান হুসাইন, ভেনিস আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসাইন, জামাল খান, ইকবাল হাওলাদার শামিম হাসান আবিদ গাজী আমিরুল ইসলাম, আবিদ খান, জাহাঙ্গীর আলম, খন্দকার বাবুল, ইলিয়াস হোসেন প্রমুখ।

প্রধান আলোচক মুজিবুর রহমান বলেন, আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে যাতে করে মানুষরূপী অমানুষগুলো আমাদের ভেতরে ঢুকতে না পারে। যেমন করে বঙ্গবন্ধুর কাছের লোকরাই তাকে এই দিনে হত্যা করেছিল। আমাদের নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে হয়ে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।

পরে মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এমআরএম/পিআর

আরও পড়ুন