ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ভিয়েনায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত

প্রবাস ডেস্ক | ভিয়েনা | প্রকাশিত: ১০:০৯ এএম, ১২ আগস্ট ২০১৯

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ভিয়েনা ইসলামিক সেন্টারে সকাল ৭টায় ঈদের প্রধান জামাত এবং সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া প্রবাসী বাংলাদেশিদের প্রধান মসজিদ বায়তুল মোকারম জামে মসজিদে সকাল ৮টা, সাড়ে ৯টা এবং ১১টায় তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

এখানে প্রথম জামাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এম আবু জাফর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল কবির, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র সাংবাদিক আহমেদ ফিরোজ, নারায়ণগঞ্জ অস্ট্রিয়া সমিতির সভাপতি এবং অস্ট্রিয়া বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান বকুল, মসজিদ কমিটির সভাপতি আবিদ হোসেন খান তপন, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান খান সুমনসহ প্রবাসী বাংলাদেশিরা।

বায়তুল মোকারম জামে মসজিদে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম ও খতিব মওলানা ফারুক আল মাদানী। ঈদের নামাজের পর বিশ্বের মুসলমানদের শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

হাসান তামিম/এমবিআর/এমএস

আরও পড়ুন