আমিরাতে ঈদ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা
সংযুক্ত আরব আমিরাতে পশু জবাইয়ের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। রোববার (১১ আগস্ট) ঈদের জামাত শেষ করে নিজ নিজ স্থানে গরু, উট, ছাগল, ভেড়া ও দুম্বা কোরবানি দেয়া হয়।
যদিও বাংলাদেশের মতো ঈদের আমেজ এখানে পুরোপুরি থাকে না তবুও সবাই সাধ্যমতো চেষ্টা করে একে অন্যের সঙ্গে কুশল বিনিময়, কোলাকুলি, খাওয়া-দাওয়া এবং ঘুরে বেড়ানোর মধ্যে ব্যস্ত থাকতে।
আমিরাতে অবস্থানরত প্রবাসীদের মধ্যে বেশিরভাগ গরু ও ছাগল জবাই করে প্রথমে বাংলাদেশিরা, দ্বিতীয়ত পাকিস্তান ও তৃতীয়ত ভারতসহ অন্যান্য দেশগুলো। এরপর চলে রুমে রুমে রান্না-বান্না পর্ব। এক রুমের লোক অন্য রুমে যায় অতিথি হয়ে।
এরই মধ্যে চলতে থাকে মোবাইল ফোনে দেশের প্রিয়জনের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়। একটু বিশ্রাম নিয়ে বিকেল হতে শুরু হয় আমিরাতের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানো।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে সরকারি সেক্টরে সাপ্তাহিক ছুটিসহ চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
বিএ/পিআর