ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আমিরাতে বঙ্গবন্ধুর নামে স্কুল

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০১ আগস্ট ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে স্মৃতিচিহ্ন স্বরূপ সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ বঙ্গবন্ধুর নামে রূপান্তরিত হতে যাচ্ছে। প্রস্তাবিত নতুন নাম ‘শেখ মুজিবুর রহমান সেন্টেনিয়াল স্কুল’।

মঙ্গলবার রাস-আল-খাইমার ইকোনমিক জোন এর সাথে ৫০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময় আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান, দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খানসহ স্কুল পরিচালনা পর্ষদের নেতারা উপস্থিত ছিলেন।

Emirat-1

পরে স্কুল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান, দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান ও স্কুল পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আগামী কর্মপরিকল্পনা তুলে ধরেন।

বক্তারা বলেন, প্রবাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন দেশ-বিদেশে নজির হয়ে থাকবে। সেই সাথে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্ম এই মহাপুরুষের ইতিহাস জানতে পারবে সহজেই।

Emirat-1

এ সময় আরো উপস্থিত ছিলেন কনসুলেটের কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান, শ্রম কাউন্সেলর ফাতেমা জাহান, প্রথম সচিব (শিক্ষা-সংস্কৃতি ও পর্যটন) রফিকুল আমিন, প্রকৌশলী আবু জাফর চৌধুরী, অধ্যাপক আবদুস সবুর, ব্যাংক আব্দুল করিম সুজা, আইয়ূব আরী বাবুলসহ আরো অনেকে।

প্রসঙ্গত, এই স্কুল নানা সমস্যার কবলে পড়লে সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিরাত সফরকালে স্কুলটি টিকিয়ে রাখতে সরকারিভাবে অর্থ সহায়তার আশ্বাস দেন। আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরাও আর্থিক সহায়তা করে যাচ্ছেন। বাংলাদেশি কমিউনিটি এ স্কুলটি ১৯৯১ সালে রাস আল খাইমায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৮৭ হাজার বর্গফুট আয়তনের অবকাঠামো তৈরি ও অন্যান্য খরচ মিলে এতে ব্যয় হতে পারে প্রায় ১৫ মিলিয়ন দিরহাম।

এসএইচএস/পিআর

আরও পড়ুন