ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

স্পেনে চলছে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট

প্রবাস ডেস্ক | স্পেন | প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৪ জুলাই ২০১৯

স্পেনের রাজধানী মাদ্রিদে চলছে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট। হবিগঞ্জ ইয়াং স্টার আয়োজিত এবং স্বেচ্ছাসেবী সংগঠন আলোক কুঞ্জের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট হচ্ছে।

গত সোমবার (২২ জুলাই) এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা মাদ্রিদের অদূরে খেতাফে এলাকার এল ক্যাসেল মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় নরসিংদী স্পোর্টিং ক্লাবকে নয় উইকেটে হারিয়ে জয়ী হয় নবাগত মাদ্রিদ ফ্রেন্ড ক্লাব।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন মাদ্রিদ ফ্রেন্ড ক্লাবের মসিউর রহমান।

cricket

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া সংগঠক আবিদুর রহমান জসিম। প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ -সভাপতি আলামীন মিয়া । বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর। আরও উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল মুনতাকিম মুজাক্কির, বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, বৃহত্তর রংপুর সমিতির সমন্বয়ক জাকিরুল ইসলাম জাকি, সাংবাদিক বকুল খান, ঢাকা ফ্রুটসের ক্রিকেট দলের অধিনায়ক খলিলুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের ক্রীড়া সম্পাদক শায়েক মিয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক হানিফ মিয়াজী ও হোসাইন ইকবাল প্রমুখ।

স্পেনে প্রবাসী বাংলাদেশিরা ক্রিকেটে যাতে আরও উন্নতি করতে পারেন, সেজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক ও খেলোয়াড়েরা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ফুটবলের দেশ স্পেনে বাংলাদেশি বিভিন্ন কমিউনিটিগুলো এগিয়ে এলে ক্রিকেটের মাধ্যমে স্থানীয়রা বাংলাদেশকে চিনবে নতুনভাবে।

উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ছয়টি টিম অংশগ্রহণ করেছে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার টিম সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে।

জেডএ/এমএস

আরও পড়ুন