ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

লেবাননে শান্তিরক্ষা কার্যক্রমে যাত্রা শুরু করেছে ব্যানকন-১০

বাবু সাহা | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২০ জুলাই ২০১৯

লেবাননে শান্তিরক্ষা কার্যক্রমে ৯ বছর ধরে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা বাংলাদেশ নৌ বাহিনীর সর্বশেষ যুদ্ধজাহাজ ‘বাংলাদেশি কন্টিনজেন্ট ব্যানকন-৯’ অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব্যানকন-১০ এর কাছে দায়িত্বভার হস্তান্তর করেছে।

সম্প্রতি অনুষ্ঠানটি বৈরুত বন্দরে আয়োজিত হয়। ‘বাংলাদেশি কন্টিনজেন্ট ব্যানকন-৯’ এর কমান্ডার ক্যাপ্টেন নজরুল ইসলাম ব্যানকন-১০ এর কমান্ডার ক্যাপ্টেন জয়নাল আবেদিনের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। অনুষ্ঠানে লেবাননে নিয়োজিত জাতিসংঘের মেরিটাইম টাস্কফোর্স (এমটিএফ) কমান্ডার ব্রাজিল নেভির রিয়ার অ্যাডমিরাল অ্যাডওয়ার্ড অগস্টো উইল্যান্ড প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ভূঁয়সী প্রশংসা করেন।

অগস্টো উইল্যান্ড বলেন, শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশ নৌবাহিনীর যোগদান বিশেষ গুরুত্ব বহন করে। তাদের পেশাগত সক্ষমতা ও শ্রেষ্ঠত্ব প্রদর্শনের মাধ্যমে ইউনিফিলের সামগ্রিক কার্যক্রমে কার্যকর অবদান রাখতে সক্ষম হয়েছে।

Lebanon1.jpg

এ সময় উপস্থিত ছিলেন- লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার, লেবাননের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসনি দাহের, ব্যানকন-৯ এর কন্টিনজেন্ট কমান্ডার ও বিএনএস বিজয় এর কমান্ডিং অফিসার ক্যাপ্টেন এম নজরুল ইসলাম, ব্যানকন-১০ এর কন্টিনজেন্ট কমান্ডার ক্যাপ্টেন জয়নাল আবেদিন।

এ ছাড়াও লেবাননে নিযুক্ত ‘ইউনাইটেড ন্যাশনস ইন্টিরিম ফোর্স ইন লেবানন’-এর (ইউনিফিল) উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লেবানন মিশনে দায়িত্বরত ব্যানকন-৯ এর ১১০ শান্তিরক্ষী আগামী কিছুদিনের মধ্যেই দেশে ফিরে যাবেন। আজ থেকে ব্যানকন-১০ এর কমান্ডার ক্যাপ্টেন জয়নাল আবেদিন এর নেতৃত্বে সমসংখ্যক নৌ সেনার একটি দল আগামী ১ বছর অর্পিত দায়িত্ব সূচারুরূপে পালনের ব্রত নিয়ে শুরু করলো তাদের যাত্রা।

এমআরএম/এমএস

আরও পড়ুন