ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

নতুন কমিটির অপেক্ষায় ইতালি আওয়ামী লীগ নেতারা

জমির হোসেন | প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৩ জুলাই ২০১৯

মেয়াদোত্তীর্ণ সাত বছরের কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানিয়েছেন ইতালি আওয়ামী লীগের নেতারা। সুষ্ঠু কাউন্সিল দিয়ে সাংগঠনিক নিয়মে দলকে পুনর্গঠনের আহ্বান জানানো হয় আলোচনা সভায়।

সম্প্রতি রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও ফুড অব রোমা রেস্টুরেন্টে স্থানীয় সময় রাত নয়টায় কাউন্সিলের দাবিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ইতালি আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর ফরাজীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোক্তার জামানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নজরুল ইসলাম মাঝি। যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু।

Italy2

এ সময় বক্তারা দলের সাত বছরের কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিত তুলে ধরে বলেন, ১শ ২১ জনের কার্যকরী কমিটির কোনো সভা ডাকা হলে ৬১ জনই অনুপস্থিত থাকেন। দলে সাংগঠনিক নিয়ম নেই বললেই চলে। সভাপতি বেশিরভাগ সময় দেশে থাকায় অনেকেই দলের পদ পদবির অপব্যবহার করে ফায়দা লুটছেন। ফলে দলের আদর্শ নৈতিকতা ভুলুণ্ঠিত হচ্ছে।

বক্তারা বলেন, ‘দীর্ঘ প্রায় সাত বছর কাউন্সিল না হওয়ায় কর্মীরা ঝিমিয়ে পড়েছেন। দলের বড় পদ ব্যবহার করে আয়ের উৎস তৈরি করার অভিযোগ রয়েছে।’

southeast

বক্তারা বলেন, কাউন্সিলহীন দল এভাবে চলতে পারে না। দলকে সুসংগঠিত করতে নেতা-কর্মীদের উজ্জীবিত রাখতে ইতালি লীগের কাউন্সিলের বিকল্প নেই। বক্তারা আরও বলেন, পুরাতন কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে কাউন্সিল দিতে হবে। চলতি একুশ তারিখ পর্যন্ত অপেক্ষায় থাকব সভাপতির সম্মানার্থে, এরপর কোনো ছাড় দেয়া হবে না।

সভায় বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক সরদার লুৎফর রহমান, দীন মোহাম্মদ দীনু, প্রচার সম্পাদক মান্নান মাদবর, কৃষি বিষয়ক সম্পাদক কবির হোসেন, সদস্য শেখ ইসহাক, ফারুক ফরাজী, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রীনা কবির, রোম মহানগর সিনিয়র সহ-সভাপতি স্বপন হাওলাদার, যুগ্ম সম্পাদক হাজী সুইট, সাংগঠনিক সম্পাদক জি আর মানিক, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফকরুল ইসলাম লিটন।

অন্যদের মধ্যে উস্থিত ছিলেন স্বপন দাস, রুহুল আমিন তালুকদার, লোকমান মাদবর, আবু হাসনাথ বাবু, সাইদুর রহমান ছৈয়াল, সাব্বির হোসেন, সুপর, আরিফ হোসেন, জাহাঙ্গীর, ইলিয়াছ, মল্লিক, মিন্টু হাওলাদার, স্বপন, বিল্লাল হোসেন, কামাল হোসেন, শফিকুর রহমান রনি, মামুন তালুকদার, নিজামুদ্দিন সুমন, বাকের হোসেন, সাইফুল ইসলাম, মোহাম্মদ আলী প্রমুখ।

এমআরএম/পিআর

আরও পড়ুন