২২ মাস বন্ধের পর কুয়েতে ফের বাংলা খুতবার অনুমতি
কুয়েতের জেলিব আল সুখেকে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়া বিভিন্ন কোম্পানির বেশিরভাগ বাংলাদেশি থাকেন ওই এলাকায়। কুয়েতের মধ্যে হাসাবিয়া সবার কাছে পরিচিত। যে সকল স্থানের বাংলাদেশি বেশি বসবাস করেন সেসব স্থানে মসজিদগুলোতে দুই ঈদ ও জুমার নামাজে বাংলা খুতবা পড়ার অনুমোদন দিয়ে থাকে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়।
কুয়েতের বাংলাদেশি মসল্লিদের বড় জামাত অনুষ্ঠিত হয় হাসাবিয়া বড় মসজিদে। বাঙালি-অধ্যুষিত এলাকা হওয়াতে শুক্রবার ছুটির দিন হওয়ায় কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষৎ করতে ছুটে আসেন হাসাবিয়ায়। মসজিদটিতে দীর্ঘ ২২ মাস বন্ধ থাকার পর পুনায় আজ শুক্রবার থেকে বাংলায় খুতবা দেয়ার অনুমতি দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়।
কুয়েতে বর্তমানে ১৯টি মসজিদে বাংলায় খুতবা দেয়ার অনুমতি রয়েছে।
হাসাবিয়া বড় মসজিদে পুনরায় বাংলায় খুতবা দেয়ার অনুমতি দেয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। আজ খুতবার বিষয়বস্তু ছিল তাওহিদের গুরুত্ব, পরিচয় ও তাৎপর্য। এ বিষয়ের ওপর আলোচনা করেন মাওলানা মাওলানা আব্দুর রব সরদার।
এসআর/পিআর