লস অ্যাঞ্জেলেসে রোহিঙ্গা সমস্যা নিয়ে কর্মশালা
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেস কনস্যুলেট মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা পরিচালনা করেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সচিব (প্রেস) মো. নুর এলাহি মিনা। তিনি ভিডিওচিত্রের মাধ্যমে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বিভিন্ন কার্যক্রম, অবদান ও রোহিঙ্গা সমস্যা-সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তৃতা করেন।
অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেস কনস্যুলেটের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা, ডেপুটি কনসাল ওয়ালিউর রহমান প্লাবন বক্তৃতা করেন। পরে বাংলাদেশে আগত রোহিঙ্গাদের ওপর নির্মিত চলচ্চিত্র ‘জন্মভূমি’ প্রদর্শিত হয়।
এসআর/পিআর