ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ভিয়েনায় ফরহাদ স্মৃতি পাঠাগার

হাসান তামিম | প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২২ জুন ২০১৯

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলা কমিউনিটির অভিভাবক, বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতা মরহুম শাহ মোহাম্মদ ফরহাদের স্মৃতির স্মরণে একটি পাঠাগার উদ্বোধন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

viyena

শুক্রবার বিকেলে রাজধানী ভিয়েনার চিলি বাংলা সুপার শপের হল রুমে এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুম শাহ মোহাম্মদ ফরহাদের সহধর্মিণী জান্নাতুল ফরহাদ, একমাত্র কন্যা ফারজানা ফরহাদ। এ ছাড়া নাসিরন নাহিদ, বাংলাদেশ অস্ট্রিয়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, ক্যাশিয়ার আনিসুজ্জামান, লেখক সাইফুজ্জামান শেখ, ফারাহ দিবা, বাংলাদেশ অস্ট্রিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আবিদ হোসেন খান তপন, বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনার সভাপতি রবিন মোহাম্মদ আলীসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

viyena

viyena

অনুষ্ঠানে আলোচনার শুরুতে সবাই শাহ মোহাম্মদ ফরহাদকে নিয়ে স্মৃতিচারণ করেন। ভিয়েনায় বাংলা কমিউনিটির সবাইকে এই পাঠাগার সমৃদ্ধ করতে এগিয়ে আসার আহ্বান জানান মরহুম ফরহাদের সহধর্মিণী জান্নাতুল ফরহাদ।

জেডএ/জেআইএম

আরও পড়ুন