ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

ইতালিতে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী

জমির হোসেন | প্রকাশিত: ০৩:১১ পিএম, ১০ জুন ২০১৯

ইতালিতে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী সাংবাদিকদের সংগঠন ইতালি বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে রোববার (৯ জুন) রাতে রোমের আর্কো দ্য ত্রিবোর্তিনা আলী বাবা কাবাব হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী। বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আহম্মদ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক সর্দার লুৎফর রহমান, দ্বীন মোহাম্মদ দিনু, জামান মোক্তার, সাংবাদিক শাহীন খলিল কাওসার প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আখী সীমা কাওসার, সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ফাহিমা হোসেন, সদস্য তাহেরুল ইসলাম, তাজিন পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে তাগিদ দিয়ে অতিথিরা বলেন, ‘সাংবাদিকরা সমাজের ভালো-মন্দ তুলে ধরবে-এটাই প্রত্যাশা। তবে অভিযোগ উঠেছে, বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে কিন্তু সাংবাদিকরা তা তুলে ধরছে না। আমরা এটা বলতে চাই সত্য সংবাদ তুলে ধরতে গিয়ে যদি কোনো হুমকির শিকার হন তাহলে হুমকিদাতাদের দেখে নেয়ার দায়িত্ব আমাদের।’

এসআর/এমকেএইচ

আরও পড়ুন