ইতালিতে বাংলাদেশ দূতাবাসে ইফতার ও দোয়া মাহফিল
ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৪ মে) দূতাবাসের স্থায়ী ভবনে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে রোমের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন, এম এ রব মিন্টু, শোয়েব দেওয়ান, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, সর্দার লুৎফর রহমান, মাহাবুব আলম প্রধান, মোজাফ্ফর হোসেন বাবুল, জামান মোক্তার, কমিউনিটির প্রবীন ব্যক্তিত্ব লুৎফর রহমান প্রমুখ।
ইফতারের পূর্বে দোয়া মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করা হয়।
ইফতার মাহফিলে বাংলাদেশ সমিতি, ইতালি যুবলীগ, বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও দূতাবাসে কর্মরতরা উপস্থিত ছিলেন। পরে সবাই মাগরিবের নামাজ আদায় করেন।
এমএমজেড/জেআইএম