ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিদের আয়োজনে ইফতার মাহফিল

আহমাদুল কবির | প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২৭ মে ২০১৯

মালয়েশিয়ায় বাংলাদেশিদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ মে) রাজধানী কুয়ালালামপুরের আম্পাং আল-মোস্তাকিম মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল, দ্বিতীয় সচিব ফরিদ আহমদ। এ ছাড়া মো. আরিফুল ইসলাম, মো. হেলাল, তারিক আহমেদ, সোহরাব হোসেন, তোফায়েল আহমেদ, তরিকুল ইসলাম, মো. হায়দার ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, সাজ্জাদুর রহমান, আশরাফুল ইসলাম, মো. মোকসেদ আলী, মাহমুদ, ওয়াহীদুজ্জামান চৌধুরী, আলী আহসান চৌধুরীসহ দেশটিতে বসবাসরত বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক বাংলাদেশি প্রবাসী ইফতারে অংশ নেন। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিপুলসংখ্যক মালয়েশিয়ান নাগরিকরাও উপস্থিত ছিলেন।

Malaysia

ইফতার-পূর্ব দোয়ায় মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করা হয়।

এসআর/জেআইএম

আরও পড়ুন