ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

বার্সেলোনায় সুনামগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের ইফতার

মিরন নাজমুল | প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৮ মে ২০১৯

পর্যটন নগরী বার্সেলোনার সর্ববৃহৎ জেলা সংগঠন সুনামগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে শুক্রবার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শাহ জালাল জামে মসজিদে এ ইফতার মাহফিল আয়োজিত হয়।

সংগঠনের নেতারা ও সদস্যসহ সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিসহ প্রায় শতাধিক অতিথি অংশগ্রহণ করেন। ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন শাহ জালাল জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা আফজাল এবং মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনালের শিক্ষক ও খতিব মো. আবুল হাসান।

Bersolena2

এ ছাড়া ইফতারের আগে সভাপতি মনোয়ার পাশা সুনামগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এবং প্রবাসী সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি উপস্থিতির নিকট কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে বিগত দিনের মতো সবার সঙ্গে এক হয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এমআরএম/এমকেএইচ

আরও পড়ুন