ভেনিসে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে বাংলাদেশ
ইতালির ভেনিসে ৫৮তম আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশ। এ বছর বাংলাদেশসহ বিশ্বের ৯০টি দেশ এ চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।
গত ১০ মে ভেনিসের ঐতিহাসিক জেনবিয় প্যালেসে বাংলাদেশ গ্যালালিতে এ চিত্রকলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
চিত্রকর্ম প্রদর্শনীতে বাংলাদেশি শিল্পীদের আঁকা তৈলচিত্র, জলরং এবং অন্যান্য শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অংশ নিল বাংলাদেশ। দেশ-বিদেশের উপস্থিতিরা বাংলাদেশের চিত্র প্রদর্শনের প্রসংশা করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ দূতাবাস মিলানের কনস্যুলার জেনারেল ইকবাল আহমেদ, কনসাল সামসুল আহসান, ভেনিসে বাংলাদেশ দূতাবাসের অনারারি কনসুলার অ্যাড. জান আলবেরতো স্কারপা বাসতেরি, কিউরেটর মোখলেছুর রহমান, কিউরেটর ভিভিয়ানা ভানুচ্চি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক চিত্রশিল্পী বিশ্বজিত গোস্বামী, গাজী নাফিস আহমেদ, প্রেমা নাজিয়া আন্দালিব, স্ট্রিট আর্টিস্ট হিসেবে গিনেজ ওয়ার্ল্ড বুকে স্থান করে নেয়া ডেনমার্ক প্রবাসী চিত্রশিল্পী আর এ কাজল, ইতালি প্রবাসী চিত্রশিল্পী উত্তম কুমার কর্মকার, হেয়দি ফসলি, ফ্রাঙ্কো মারক্কো, ডমেনিকো পাল্লেগ্রিনো, সান্দ্র ভারায়ন্নোলো উপস্থিত ছিলেন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ভেনিস বাংলা স্কুলের প্রতিষ্ঠাতাসহ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানসহ ৯০টি দেশের অংশগ্রহণে এ প্রদর্শনী চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।
বিএ/জেআইএম