বার্সেলোনায় ওসমানীনগর অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল
স্পেনের বার্সেলোনায় ওসমানীনগর বালাগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার শহরের দারুল আমাল জামে মসজিদে আয়োজিত মাহফিলে সংগঠনের সদস্যরাসহ বার্সেলোনা প্রবাসী ওসমানীনগর বালাগঞ্জবাসী ও কমিউনিটির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতি শফিউল আলম শফি ও সাধারণ সম্পাদক খালেদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এবং সদস্যদের সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক খালেদ চৌধুরীর পরিচালনায় ইফতার পূর্ববর্তী আলোচনায় রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন মাওলানা সুলতান মাহমুদ এবং মাওলানা আজমল ইসলাম সেলিম। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে শান্তি ও অগ্রগতি কামনা করা হয়।
ইফতার অনুষ্ঠানের পরে ওসমানীনগর বালাগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি শফিউল আলম শফি দাওয়াতে অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমআরএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - প্রবাস
- ১ সংকট থেকে উত্তরণ: নৈতিকতা, সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
- ২ অস্ট্রেলিয়ায় মানবপাচার চেষ্টা, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার
- ৩ আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান
- ৪ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সেবাদানের উদ্যোগ হাইকমিশনের
- ৫ সিন্ডিকেটের অপেক্ষায় থেকে পুলিশে ধরা, ফেরত দেওয়া হলো বাংলাদেশিদের