বার্সেলোনায় সুনামগঞ্জ সমিতির ইফতার কাল
বার্সেলোনায় অ্যাসোসিয়েশন কুলতুরাল দে সুনামগঞ্জ এন কাতালুনিয়া সংগঠন তাদের কার্যকরী সভায় সাংগঠনিক বিভিন্ন কর্মপরিকল্পনাসহ রমজান উপলক্ষে প্রতি বছরের মতো ইফতার মাহফিল করার ঘোষণা দিয়েছে।
শহরের কাররেতাস সড়কের একটি হলরুমে গত ১২ মে রোববার এ সভা আয়োজিত হয়। সংগঠনের সভাপতি মনোয়ার পাশার সভাপতিত্বে ও সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ মিয়ার পরিচালনায় সভায় ভবিষ্যত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় এজেন্ডাভিত্তিক আলোচনার পাশাপাশি উপদেষ্টা পরিষদ গঠনসহ আগামী ১৭ মে শুক্রবার (১২ রমজান) শহরের শাহ জালাল জামে মসজিদে ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আবির, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু শাহেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, সহ-অর্থ সম্পাদক তোরন আহমদ, দফতর সম্পাদক এখলাছ মিয়া, গণযোগাযোগ সম্পাদক নজরুল হক শাহীন, সহ-প্রচার সম্পাদক শামছুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক রবিউল করিম, সদস্য মতিউর রহমান, মনির আলী, মোশাররফ হোসেন প্রমুখ।
সভায় নেতারা বার্সেলোনা শহরে বসবাসকারী সুনামগঞ্জবাসীরা পরস্পরের মধ্যে আরও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সুনামগঞ্জের সুনামকে অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি আগামী ১৭ মে অনুষ্ঠিতব্য ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন করতে সবার প্রতি আহ্বান জানান।
এমআরএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - প্রবাস
- ১ সংকট থেকে উত্তরণ: নৈতিকতা, সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
- ২ অস্ট্রেলিয়ায় মানবপাচার চেষ্টা, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার
- ৩ আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান
- ৪ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সেবাদানের উদ্যোগ হাইকমিশনের
- ৫ সিন্ডিকেটের অপেক্ষায় থেকে পুলিশে ধরা, ফেরত দেওয়া হলো বাংলাদেশিদের