অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক নার্সেস ডে উদযাপন
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে রোববার বিশ্বে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রায় দুইশত বছর আগে ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার জীবনের সবটুকু সময় বিসর্জন দিয়ে আধুনিক নার্সিংকে প্রতিষ্ঠা করেছেন। তাই শিক্ষার্থীদেরকেও তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শে অনুপ্রাণিত হয়ে নার্সিং পেশায় নিয়োজিত হবার আহ্বান জানান।
বর্তমানে বাংলাদেশে নার্সিং পেশার পরিধি বিস্তৃত হচ্ছে। নার্সরা এখন বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছে। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সস (আইসিএন) ১৯৬৫ সাল থেকে এই দিনটিকে উদযাপন করেছে। অস্ট্রেলিয়ার এনএসডাব্লিউ হেলথ নার্সরা রোগীদের সেবায় পেশা দায়িত্ব কাজ সুন্দরভাবে পালন করে আসছে।
অস্ট্রেলিয়ায় প্রতিবছর ‘নার্স অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়।
এমআরএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - প্রবাস
- ১ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু
- ২ সংকট থেকে উত্তরণ: নৈতিকতা, সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
- ৩ অস্ট্রেলিয়ায় মানবপাচার চেষ্টা, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার
- ৪ আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান
- ৫ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সেবাদানের উদ্যোগ হাইকমিশনের