ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আমিরাতে রমজানে প্রকাশ্যে খেলেই জেল-জরিমানা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ০৫ মে ২০১৯

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাসে প্রকাশ্যে কেউ খাবার গ্রহণ ও পানি পান করলে শাস্তি হিসেবে জেল ও জরিমানা আইন পাস করা হয়েছে। শাস্তি হিসেবে এক মাসের জেল এবং জরিমানা হিসেবে ২ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার টাকা) দিতে হবে।

দেশটির পেনাল কোড অনুযায়ী, রোজার সময় কোনো ব্যক্তি প্রকাশ্যে খাবার খেলে বা পানি পান করলে অথবা কাউকে খেতে উৎসাহ যোগালে এ শাস্তি দেয়া হবে।

এ ছাড়া আমিরাতে রমজান মাস চলাকালীন কোনো দোকানে কাউকে খেতে উৎসাহ দেয় এ সংক্রান্ত কার্যকলাপ চালালে শাস্তিস্বরূপ এক মাসের জন্য বন্ধ করে দেয়া হবে। সেইসঙ্গে রমজান মাসে কেউ ভিক্ষা করলেও তাকে জেল দেয়া হবে বলে বলা হয়েছে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন দেশের প্রবাসীসহ ৩ হাজার ৫ কয়েদিকে মুক্তির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। রাষ্ট্রীয়ভাবে ক্ষমার যোগ্য বিবেচিত হওয়ায় গত ২ মে বৃহস্পতিবার তাদের মুক্তির ঘোষণা দেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আলে নাহিয়ান।

৪৭তম স্বাধীনতা দিবসে ১ হাজার ৯১২ জনের বেশি কয়েদিকে মুক্তি দেয়া হয়। আবুধাবি ৭৪৫, দুবাই ৬২৫, আজমান ৯০, ফুজাইরাহ ৬৫, শারজাহ ১৮২, রাস আল-খাইমাহ ২০৫ এবং উম্ম আল-কাইওয়াইনের শাসক বহু সংখ্যক কয়েদিকে মুক্তি দেয়ার নির্দেশ দেন।

এমআরএম/জেআইএম

আরও পড়ুন