ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

রিয়াদে বাংলাদেশিদের কালচারাল মেলা

আব্দুল হালিম নিহন | প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৯

সৌদি আরব রিয়াদে আমেরিকান ফাল কম্পাউনন্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কালচারাল মেলা ২০১৯ উদযাপন করেছে। ফাল কম্পাউনন্ডে দায়িত্বরত বাংলাদেশি সুপারভাইজার মুসা ভুইয়ান এবং চিবিল সুপারভাইজার স্বপনের পরিচালনায় মেলায় অংশগ্রহণ করেন সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।

Saudi2

এতে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি ইকবাল হোসেন, উপদেষ্টা আসাদুজামান ভুঁইয়া ইলিয়াস, সিনিয়র সহ-সভাপতি কাজী হুমায়ুন কবির, সহ-সভাপতি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক আছিফ মাহমুদ অ্যাপেল, সহ-সাংগঠনিক সাহাদাত হোসেন প্রমুখ।

Saudi4

মেলাতে বাংলাদেশিদের প্রতিষ্ঠান হোটেল ইনানিসহ যে যার নিজ দেশীয় কালচার তুলে ধরে স্টল সাজিয়ে বসেছেন। যা পর্যবেক্ষণ করেন মেলায় আমন্ত্রিত সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সদস্যরা।

Saudi5

মেলায় সংগঠনটির ফোরামের সদস্যদের পেয়ে আনন্দ প্রকাশ করেন জায়গাটিতে কর্মরত বাংলাদেশি এবং ভিনদেশি নাগরিকরা। এদিকে পরবর্তী মেলায় সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের জন্য একটি স্টল সব সময়ের জন্য বরাদ্দের ঘোষণা দেন মেলার আয়োজকরা।

এমআরএম/পিআর

আরও পড়ুন