ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি

ফখরুল ইসলাম | প্রকাশিত: ১০:১৫ এএম, ২৬ এপ্রিল ২০১৯

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বুধবার টোকিওতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। টোকিওতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

জেট্রো সদর দফতরে অনুষ্ঠিত সেমিনারে ১৫০ জন জাপানি ব্যবসায়ী অংশগ্রহণ করেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতি আজ দৃশ্যমান, বিশ্ব এক আধুনিক, ডিজিটাল ও নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছে বলে মন্তব্য করেন দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর মোহাম্মদ হাসান আরিফ।

Japan1.jpg

তিনি দূতাবাস ও রাষ্ট্রদূতের পক্ষ থেকে সেমিনারের আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। কাউন্সিলর বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির চিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের উন্নয়ন ও বাংলাদেশে বিদ্যমান ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সম্ভাবনা তুলে ধরেন।

আরিফ বলেন, ‘জাপান-বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান যা বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করেছে।’ তিনি বাংলাদেশে বিনিয়োগে জাপানি ব্যবসায়ীদের আহ্বান জানান এবং তাদের যেকোন প্রয়োজনে দূতাবাসের সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Japan1.jpg

জাইকার বাংলাদেশের প্রধান প্রতিনিধি হিতোশি হিরাতা বাংলাদেশের আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চল এবং এর সুযোগ-সুবিধা সম্পর্কে জাপানি ব্যবসায়ীদের অবগত করেন। সেমিনারে জেট্রো ঢাকার সাবেক প্রতিনিধি তাইকি কোগা বাংলাদেশের অর্থনীতি এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া বাংলাদেশে মোটরসাইকেলের নতুন ফ্যাক্টরি প্রতিষ্ঠা ও ব্যবসা পরিচালনা করার অভিজ্ঞতা বর্ণনা করেন হোন্ডা কোম্পানির কাজুয়া হাসি। উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনার সম্পন্ন হয়।

এমআরএম/এমএস

আরও পড়ুন