ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

রিয়াদে বৈশাখী মেলায় জনস্রোত

আব্দুল হালিম নিহন | প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৬ এপ্রিল ২০১৯

দেশের গণ্ডি পেরিয়ে বাংলা বর্ষবরণে পিছিয়ে নেই প্রবাসীরাও। সম্প্রতি প্রবাসীরা নানা জমকালো উৎসবের মধ্য দিয়ে অতীতের সব দুঃখ, কষ্ট, গ্লানি, ব্যর্থতা, পাপ, দীনতা, ছিন্নতা ধুয়ে মুছে বাংলার নতুন বছর নতুনভাবে তুলে নেয়ার ব্যস্ততায় মেতে উঠেছেন।

তাইতো সৌদি আরব রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের বাঙালির শতাব্দী প্রাচীন ঐতিহ্য বৈশাখী মেলার স্বাদ দিতে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় আয়োজন করেছে সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম প্রথমবারের মতো বৈশাখী মেলার।

Riad4.jpg

প্রিন্টটুডে, প্রাণ, ঢাকা মেডিকেল সেন্টার রিয়াদ, ফারিস আল রিম, ফ্রিন্ডি, প্রিমিয়াম সুইটস, বারাকাত আল সেমাল, হোটেল ইনানির স্পন্সরে অনুষ্ঠিত মেলায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ইকবাল হসেন। মেলায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডা. নজরুল ইসলাম।

ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হালিম নিহনের পরিচালনায় মেলায় জাতীয় সঙ্গীত, গান, নৃত্য, কবিতা আবৃত্তি করেন- আবছার, আছিফ, ইলিয়াছ, জামসেদ রানা, ইউছুফ, ইমরান, জাবেদ, বেলায়েত, এটিএন বাংলার বাবু, ক্ষুদে গান রাজের ইমরান, রফিক মণ্ডল, মামুন, লিমা, আবছার, আছিফ মামিতা, সুমাইয়া, ফজিয়া, ফাইজা, সাবিহা, মোহাম্মদ, হুমাম হামজা, তন্নি।

Riad4.jpg

মেলায় সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামে সদস্যদের মধ্যে উপস্থিত কাজী হুমায়ুন কবির- সি- সহ-সভাপতি, আব্দুল মতিন মোল্লা সহ-সভাপতি, মোহাম্মদ বকুল হোসাইন সহ-সভাপতি, রুবেল হোসেন সহ-সভাপতি, আবদুল্লাহ ফারুক সহ-সভাপতি, আকিব হাছান তুষার- যুগ্ম সাধারণ সম্পাদক, আসিফ মাহমুদ অ্যাপেল- সাংগঠনিক সম্পাদক, শাহাদাৎ হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক (বর্তমান ভারপ্রাপ্ত অর্থ), মাসুদ পারভেজ প্রচার সম্পাদক, মোহাম্মদ ওয়াসীম আকরাম ভারপ্রাপ্ত দফতর বিষয়ক সম্পাদক, মহণ খান অর্থ বিষয়ক সম্পাদক আবছার খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সুমন খন্দকার সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সাদ্দাম হোসেন তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, জসিম উদ্দিন সহ-বিষয়ক সম্পাদক, মিঠু আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আরিফ ম্রিধা।

এ ছাড়া সহ-সমাজ কল্যাণ ইয়াছিন আরাফাত, রাজু আহমেদ সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, ইয়াছিন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মোহাম্মদ মিজান ভারপ্রাপ্ত ক্রীড়া বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম নিদি, মিজান খান সদস্য, সোহাগ মজুমদার সদস্য, রুবেল সদস্য, শিশির সদস্য, ফাহাদ সদস্য, মুনছুর সদস্য।

Riad4.jpg

এদিকে নতুন বর্ষকে বরণের পাশাপাশি উৎসবকে পরিপূর্ণতা দেয় এ মেলা। গ্রামীণ বৈশাখী মেলা ধীরে ধীরে গ্রামের গণ্ডি পেরিয়ে শহর, নগর, বন্দর হয়ে প্রবাসে বাঙালি সংস্কৃতিতে স্থান করে নিয়েছে এমনটি বলছিলেন আগত অথিতিরা।

সৌদি আরবের রিয়াদে বাঙালির এ প্রাণের উৎসবের দেশীয় পিঠা পুলিসহ হরেক রকম খাবার, চটপটি ফোসকা, খেলনার পসরা সাজিয়ে বসেন দোকানিরা। আগতদের বিনা মাশুলে স্বাস্থ্যসেবা প্রদান করে ঢাকা মেডিকেল সেন্টার।

Riad4.jpg

নতুনের শপথে পুরনোকে ধুয়ে মুছে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানে কণ্ঠ মিলিয়ে বৈশাখকে স্বাগতম জানান রিয়াদ প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।

মেলায় বিপুল সংখ্যক প্রবাসী কর্মজীবী মানুষের উপস্থিতিতে ফোরামের পক্ষে প্রধান অতিথির হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন সংগঠনের সদস্যরা। মেলায় আগত দর্শক এবং শিল্পীদের জন্য প্রাণ এবং ফ্রিন্ডি মোবাইলের পক্ষ থেকে ছিল আকর্ষণীয় পুরস্কার।

Riad4.jpg

পুরস্কার তুলে দেন, প্রিন্ট টুডে এডভাইজিং-এর আছিফ মাহমুদ আপেল, ফ্রিন্ডীর মার্কেটিং ম্যানেজার ইয়াছিন, প্রিমিয়াম সুইটস-এর অনার মির রাসেল সুজন, বারাকাত আল সেমাল এর অনার শাহ জালাল, ফারিস আল রিম এর সাহাদাত হোসেন, সংগঠনের শুভাকাঙ্ক্ষী বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ব্যবসায়ী সুমন পাটোয়ারী।

অন্যদিকে, মেলায় আগত হাজার হাজার দর্শকরা মেলার আয়োজকদের ধন্যবাদ দেন, তারা বলেন, ‘প্রবাসের মাটিতে এ প্রথম সম্পূর্ণ ফ্রিতে এত চমৎকার আয়োজনে এমন একটি মেলা, যে মেলায় উঠে এসেছে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি। ভবিষ্যতে এ ধারাকে অব্যাহত রাখতে তাগিদ প্রবাসী আগত অতিথিদের।

এমআরএম/এমএস

আরও পড়ুন