অস্ট্রিয়ায় বন্ধন মহিলা কল্যাণ সমিতির বর্ষবরণ
অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি নারীদের একমাত্র সংগঠন ‘বন্ধন মহিলা কল্যাণ সমিতি’ পহেলা বৈশাখ উদযাপন করেছে। রোববার রাজধানী ভিয়েনার রেইনবো এক্সোটিকের হল রুমে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
এ ছাড়াও অনুষ্ঠানে ২০১৯-২০ সালের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে হাফিজা সাওদা ফেরদৌস কোরআন তেলওয়াত করেন। এরপর সবাই একসঙ্গে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
আলোচনা সভার শুরুতে বিগত বছরের কার্যনির্বাহী কমিটির সভানেত্রী শিউলি শওকত স্বাগত বক্তব্য দেন। এরপর বিগত কমিটির সাধারণ সম্পাদক শাইখ আফরোজা রীণা আলোচনা সভার আলোচ্য সূচি উপস্থাপন করেন। সাবেক কোষাধ্যক্ষ শারমিন লাতিফ বিগত বছরের রিপোর্ট পেশ করেন এবং নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন রেহানা আক্তার এবং শাকিলা হাসান।
উল্লেখ্য, বন্ধন মহিলা সমিতির কমিটির কার্যনির্বাহী কমিটি সমিতির সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন। নির্বাচন কমিশনার ওয়াজিহুন নাহার নতুন কমিটির নাম ঘোষণা করেন। নতুন কমিটির সভানেত্রী নির্বাচিত হন নাসরিন নাহিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন শিউলি বেগম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আফরোজা রিণা এবং আসমা হাবিব, সহ-সাধারণ সম্পাদক রেহেনা আবেদীন, কোষাধ্যক্ষ হলি মেহের, সহকারী কোষাধ্যক্ষা মেরাতুলা ফাতেমা, শিক্ষা সম্পাদক শাহিদা খান, আপ্যায়ন সম্পাদিকা সামসুন্নাহার আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক শেফালী আহমেদ এবং সদস্যা মাহমুদা জামান, তামান্না ইসলাম তুলি।
নবনির্বাচিত সভানেত্রি নাসরিন নাহিদ শুরুতে সমিতির সব সদস্যাকে ধন্যবাদ জানান। বাংলাদেশের নারী উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নাসরিন নাহিদ। এ ছাড়াও ফেনীতে সন্ত্রাসীদের দেওয়া আগুনে নিহত নুসরাত রাফির প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং ঘাতকদের শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, বন্ধন মহিলা সমিতি ২০০৫ সাল থেকে প্রবাসী বাংলাদেশি নারীদের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এমআরএম/এমএস