ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সিডনির লাকেম্বাতে বৈশাখ উৎসব ১৪ এপ্রিল

মো. আবুল কালাম আজাদ | প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ৩০ মার্চ ২০১৯

সিডনির লাকেম্বাতে বৈশাখ উৎসব’ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগামী ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। রেলওয়ে প্যারেডে ক্ষুদে ব্যবসায়ী সংগঠন ‘বাংলা টাউন অস্ট্রেলিয়া ইনক এ অনুষ্ঠানের আয়োজন করছে।

আয়োজকরা জানান, গত বছর অর্ধবেলা অনুষ্ঠান হলেও, এবার দিনব্যাপী চলবে। ২৪ ঘণ্টার জন্য রাস্তা বন্ধ থাকবে লাকেম্বার রেলওয়ে প্যারেডের খুশবো রেস্টুরেন্ট থেকে গ্রামীণ চটপটি পর্যন্ত। প্রতি বছর ১৪ এপ্রিল এ মেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেন উদ্যোগীরা।

লাকেম্বার বৈশাখী উৎসব শুরু হবে ভোর ৬টায় সড়ক আল্পনার মধ্য দিয়ে। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়। পান্তা ইলিশের আয়োজনতো থাকছেই। রকমারি কাপড় ও খাবারের কিছু স্টল থাকবে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে স্থানীয় শিল্পীদের নিয়ে।

সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জন্মভূমি টেলিভিশনের ডিরেক্টর আবু রেজা আরেফিন ও তুষার খান, বাংলা বার্তার আসলাম মোল্লা, মুক্তমঞ্চের সম্পাদক আল নোমান শামীম, নবধারার নিউজের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন, সাংবাদিক কাজী সুলতানা সিমি, সিডনি বাংলা ডটকম-এর সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।

এমআরএম/এমকেএইচ

আরও পড়ুন