বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে রোববার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভ্যানুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। তার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না।’ ব্রিটেনে জন্ম নেয়া চতুর্থ প্রজন্মের ব্রিটিশ বাঙালি শিশু কিশোরদের জন্য আয়োজন করা হয় ব্রিটেন ও বঙ্গবন্ধু শীর্ষক চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা। শতাধিক শিশু কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও বাংলাদেশ মিশনের কর্মকর্তারা। এরপর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
দিনটি উপলক্ষে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি সুদিপ্ত আলমের সঞ্চালনায় শুরুতে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন সহকারী হাইকশিশনার মোহাম্মদ জুলকাইর নাইন, মিনিস্টার কনস্যুলার লুৎফুর রহমান ও মিনিস্টার প্রেস আশেকুন নবী চৌধুরী।
এরপর শেখ মুজিবুরের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন অমর একুশে গানের রচয়িতা কিংবদন্তি সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।
‘ক’ এবং ‘খ’ গ্রুপে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীর হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন হাইকমিশনার। এরপর শিশু-কিশোরদের নিয়ে জন্মদিনের কেক কাটেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও অতিথিরা। সবশেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব।
ফিরোজ আহম্মেদ (বিপুল), লন্ডন থেকে
এমআরএম/জেআইএম