ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

অস্ট্রিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন

হাসান তামিম | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৮ মার্চ ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ অস্ট্রিয়া আওয়ামী লীগ। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় এ সভা আয়োজিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের অস্ট্রিয়া শাখার কমান্ডার বায়েজিদ মীর।

সভাপতিত্ব করেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম পাকন, সহ-সভাপতি আকতার হোসেন, সহ-সভাপতি কে এম শওকত আলী, মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী, আয়েবার সহ-সভাপতি এবং সাংবাদিক আহমেদ ফিরোজ।

Austria

গাজী মোহাম্মদ, সাংগঠনিক সসম্পাদক নয়ন হোসেন, সাংগঠনিক সম্পাদক লুতফর রহমান সুজন, আইন বিষয়ক সম্পাদক শামীম, যুবলীগ নেতা ইয়াসিন মিয়া বাবু, সাইফুল ইসলাম জসিম, পারভেজ মনোয়ারসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার প্রধান অতিথি এম নজরুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, জাতির জনকের জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। সবাইকে বঙ্গবন্ধুর আদর্শের ছায়াতলে এসে দেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান।

অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, জাতির জনক আমাদেরকে পৃথিবীর বুকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর কারণেই আমরা এখন নিজেদের বাংলাদেশি হিসেবে বলতে পারি সুতরাং জাতির জনকের অবদান আমরা বাঙালি জাতি আজীবন স্মরণ করব।

এমআরএম/জেআইএম

আরও পড়ুন