আমিরাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) আবুধাবি দূতাবাসের উদ্যোগে এ শ্রদ্ধা নিবেদন জানানো হয়।
শ্রদ্ধা নিবেদনের আগে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান বলেন, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে দেশের মানুষ দিকনির্দেশনা পেয়েছে। তিনি বলেন, ২০১৭ সালের অক্টোবরে ইউনেস্কো ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিয়েছে। বঙ্গবন্ধুর ভাষণের মাধ্যমে দেশের মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর শহীদুজ্জামান ফারুকী, লেবার কাউন্সিলর আব্দুল হালিম, দূতাবাসের পাসপোর্ট সচিব রিয়াজুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, ফুজিরাহ বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তপন সরকার, প্রকৌশলী মাসুদ চৌধুরী প্রমুখ।
এসআর/এমকেএইচ