ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মদিনার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ

আব্দুল হালিম নিহন | সৌদি আরব | প্রকাশিত: ০৯:৩৫ এএম, ০১ মার্চ ২০১৯

সৌদি আরবে ঐতিহ্যবাহী মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রদের অংশগ্রহণে শুরু হয়েছে ৮ম সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মাহেরজান’। এ উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ দেশের সংস্কৃতি, সামাজিক ঐতিহ্য, লোকশিল্প ও দেশীয় পোশাক প্রদর্শনের আয়োজন করে।

প্রায় ১১০টি দেশের শিক্ষার্থীরা উৎসবে অংশগ্রহণ করছে। মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান গতকাল উৎসবের উদ্বোধন করেন।

Modina2.jpg

মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দেশীয় ঐতিহ্য ও পোশাক দিয়ে বর্ণিল সাজে বাংলাদেশ স্টল-এর আয়োজন করে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এ উৎসবে যোগ দেন।

এ সময় তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ও বাংলাদেশ স্টল পরিদর্শন করেন। রাষ্ট্রদূত বলেন, ‘এ উৎসবে অংশগ্রহণের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে। এ ছাড়া সৌদি আরবসহ অন্যান্য মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বৃদ্ধি পাবে।’

Modina

গোলাম মসীহ বলেন, ‘সম্প্রতি সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের ছাত্রদের বৃত্তির সংখ্যা, বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।’

মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, কূটনৈতিকরা যোগদান করেন। উল্লেখ্য, এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২০ হাজার বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে যার মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে প্রায় ৪ শত জন।

এমআরএম/এমএস

আরও পড়ুন