ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

রিয়াদে প্রতিভার সন্ধানে ‘গ্রিন বাংলা’

আব্দুল হালিম নিহন | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

সৌদি আরবের রিয়াদে প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে ভূমির টাইগার খ্যাত গ্রিন বাংলা ক্রিকেট টিম-এর উদ্যোগে ‘প্রতিভার সন্ধানে ‘গ্রিন বাংলা’ শীর্ষক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি রিয়াদের আরকান ইনডোর স্পোর্টস ফ্যাসিলিটিতে এই প্রতিযোগিতা আয়োজিত হয়।

শুরুতেই আগত প্রতিযোগীদের মাঝে স্বাগত বক্তব্য দেন গ্রিন বাংলার টিম ম্যানেজার আল আমিন খান এবং দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন মিডিয়া অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ফখরুল ইসলাম।

Riad1

ফখরুল ইসলাম জানান, প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করবে গ্রিন বাংলা, যাতে করে প্রবাসের বুকেও ক্রিকেটকে ছড়িয়ে দেয়া যায়। এই প্রতিযোগিতার মাধ্যমে ১০ জন প্রতিভাবান ক্রিকেটারকে নিৰ্বাচিত করে দক্ষ ক্রিকেটার হিসেবে গড়ে তোলা হবে এবং রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।

প্রতিযোগিতায় নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান আব্দুল ওয়াহিদ খান, রিয়াদ ক্রিকেট অ্যসোসিয়েশন পরিসংখ্যান সেক্রেটারি ইশফাক বাট এবং গ্রিন বাংলা ক্রিকেট টিমের জেনারেল সেক্রেটারি সাইফুল ইসলাম বাদল।

অনুষ্ঠানে সৌদি আরবের রিয়াদে অবস্থানরত ৪০ জন প্রবাসী বাংলাদেশি ক্রিকেটার অংশগ্রহণ করেন।

এমআরএম/পিআর

আরও পড়ুন