ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

বইমেলায় আমিরাত প্রবাসী মুহাম্মদ রফিকের ‘অনেক দিন পর’

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

এবারের অমর একুশে গ্রন্থমেলায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী লেখক ও সাংবাদিক মুহাম্মদ রফিক উল্লাহ রচিত ‘অনেক দিন পর’ নামে একটি বই প্রকাশিত হয়েছে। বইটি পাওয়া যাচ্ছে ঢাকায় বাংলা একাডেমি আয়েজিত বইমেলার ৫১৮ নম্বর (সব্যসাচী) স্টল ও চট্টগ্রাম বইমেলার ৮৪ নম্বর (গলুই) স্টলে।

এটি লেখকের ২য় গ্রন্থ। এর আগে ২০০২ সালে তার লেখা 'বেদনার নীল কাব্য' নামে প্রথম একটি কবিতার বই প্রকাশিত হয়। মুহাম্মদ রফিক উল্লাহ ১৯৮৫ সালের মার্চে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ফুলবাগিচা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা মুহাম্মদ দলিলুর রহমান, মাতা ফাতেমা বেগম।

২০০৮ সালে জীবিকার তাগিদে মরুর দেশে আসেন মুহাম্মদ রফিক উল্লাহ। এনটিভি, দিগন্ত টিভি, চ্যানেল ২৪, এসএ টিভি, ইসলামিক টিভিসহ একাধিক ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজ করছেন। বর্তমানে তিনি যমুনা টিভি ও দৈনিক নয়াদিগান্তের আমিরাত প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়া বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

এমএমজেড/জেআইএম

আরও পড়ুন