ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আবুধাবির বাংলাদেশ স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আবুধাবি দূতাবাসের উদ্যোগে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) স্কুল মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়। রাষ্ট্রদূত, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী সবাই শহীদ বেদীতে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

প্রিন্সিপাল মীর আনিসুল হাসানের সভাপতিত্বে এবং অধ্যাপক আবু তাহেরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান।

উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, সহ-সভাপতি শওকত আকবর।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে স্কুলের শিক্ষার্থীরা ছড়া, কবিতা, আবৃত্তি, ভাষার গান ও নৃত্য পরিবেশন করে।

এ সময় দূতাবাস, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ সমিতির নেতৃবৃন্দ ও দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান।

এমএমজেড/পিআর

আরও পড়ুন