ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ

প্রবাস ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯

জর্ডানে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। রাজকীয় ফরমায়েশ এর মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ দূতাবাস আম্মান বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মনিরুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জর্ডানে কাগজপত্রহীন যেসব প্রবাসী বাংলাদেশি রয়েছে তাদের দেশটির সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এখন থেকে তারা কোনো প্রকার জেল জরিমানা ছাড়া বাংলাদেশে যেতে পারবে।

jordan

আরও বলা হয়েছে, যেসব বাংলাদেশি আকামাবিহীন আছে তারাও নতুনভাবে আকামা করতে পারবে। বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ দূতাবাস এবং জর্ডানের শ্রম মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

jordan

যেসব বাংলাদেশি প্রবাসীদের বৈধ কাগজপত্র নেই তাদেরকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে। দূতাবাস জানায়, আগামী মে-এর মধ্যে সব অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

কবির হোসেন সেলিম, আম্মান, র্জডান থেকে

এমআরএম/জেআইএম

আরও পড়ুন