ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আমার অনুভূতি প্রকাশ করার মতো নয়

মো. আবুল কালাম আজাদ | প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯

মাদার ল্যাংগুয়েজ কনজারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক (এমএলসি) এর প্রতিষ্ঠাতা নির্মল পাল বলেন, ‘একটি সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে যে কোনো মানুষের মতো আমিও গর্বিত। স্থানীয় প্রশাসন থেকে আমার গড়ে তোলা সংগঠন ‘অস্ট্রেলিয়া দিবসে’ অর্গানাইজেশন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড মনোনীত হয়েছে। এটি একটি অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

অস্ট্রেলিয়া দিবসে ক্যান্টারবারি ও ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের অধীনে ‘অর্গানাইজেশন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড-২০১৯’ নির্বাচিত হয়েছে ‘মাদার ল্যাংগুয়েজ কনজারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক (এমএলসি) মুভমেন্ট। অনুষ্ঠানে মেয়র ও কাউন্সিলর উপস্থিত থেকে প্রতিষ্ঠানের কর্ণধারের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।

তিরি বলেন, ‘এমএলসি মুভমেন্টের মাতৃভাষা সংরক্ষণের বার্তা সব ভাষা-ভাষী জনগোষ্ঠীর কাছে নীরবে পৌঁছে দিচ্ছে। এই মনোনয়ন তারই প্রাতিষ্ঠানিক দৃষ্টান্ত। এর মধ্য দিয়ে আমরা অ্যাসফিল্ড পার্ক থেকে এনএসডব্লিউএসিটি এবং ফেডারেল পার্লামেন্ট হয়ে বাংলাদেশের মাধ্যমে ইউনেস্কোর সদর দফতর প্যারিসের সঙ্গে স্থায়ী সেতুবন্ধন গড়তে সমর্থ হয়েছি।’

Award2

‘এমএলসি মুভমেন্টের ঠিকানা সারা বিশ্বের প্রতিটি ভাষার প্রতিটি মানুষ। এই প্রাপ্তি মাতৃভাষা সংরক্ষণের মুভমেন্টেকে গতিশীল করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।’

উল্লেখ্য, মাদার ল্যাংগুয়েজ কনসারভেশন মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইনক-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন নির্মল পাল। কার্যকারী কমিটিতে রয়েছেন এক্সিকিউটিভ ডিরেক্টর আবুল কালাম আজাদ, ডিরেক্টর অ্যাডমিন হোসেন মহসিন, ডিরেক্টর পাবলিকেশন আউয়াল খান, এক্সিকিউটিভ সদস্য আসমা আলম, টি লিডার (ক্যানবেরা) ড. অজয় কর, ডিরেক্টর ফাইন্যান্স তিথন পাল, এক্সিকিউটিভ সদস্য রাজ দত্ত, এক্সিকিউটিভ সদস্য দিমিত্রি লুসনিকফ, ডিরেক্টর রির্চাস আজাদুল আলম প্রমুখ।

এমআরএম/এমকেএইচ

আরও পড়ুন