ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

আমিরাতে বাংলাদেশ সমিতির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শুক্রবার

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বাংলাদেশ সমিতির উদ্যোগে দ্বিতীয়বারের মতো ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন স্থানীয় গোরফা মাঠে সকাল ৮টা থেকে ২টি সেমিফাইনাল ও বিকেল ৩টায় ফাইনাল হবে।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বিন মুসা গ্রুপের এমডি ও বাংলাদেশ সমিতির সহ-সভাপতি তপন সরকারের সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে গেল মাসের ২২ জানুয়ারি থেকে।

ফাইনালে দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান উপস্থিত থেকে সমিতির বিভিন্ন কর্মকাণ্ডে অবদানের জন্য গুণীজনকে ক্রেস্ট প্রদান করা হবে জানিয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সুজন দাশ ও মাহবুবুল হক।

এ সময় সমিতির নেতারা ও নানা পেশার প্রবাসীরা উপস্থিত থাকার কথা জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক বেলাল চৌধুরী। টুর্নামেন্টে আমিরাত ও ওমান থেকে বাংলাদেশি প্রবাসীদের ১৬টি টিম অংশগ্রহণ করে। প্রতি শুক্রবার ৮টি টিমের ৪টি খেলা নক আউট পদ্ধতিতে পরিচালিত হয়েছে।

আগামীতে সবার সহযোগিতা পেলে আরো বড় আকারে টুর্নামেন্টের আয়োজন করার পরিকল্পনার কথা জানান আয়োজকেরা।

এমআরএম/জেআইএম

আরও পড়ুন