ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সঙ্গীতের মাধ্যমে ভালোবাসা শেয়ার

মো. আবুল কালাম আজাদ | প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৯

সাময়িক বিরতির পর আবারও সংগীতের মাঝে ফিরে এলো অস্ট্রেলিয়ার সিডনিভিক্তিক বাংলাদেশি জনপ্রিয় ব্যান্ড দল ‘এইট নোটস’। আট বছরে পদার্পণ উপলক্ষে ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি সেন্টারে কনসার্ট আয়োজিত হয়।

অনুষ্ঠানে তারা ছয়টি মৌলিক গানসহ আধুনিক, ব্যান্ড, মিক্সড ও বাংলাদেশের প্রখ্যাত শিল্পী প্রয়াত বারী সিদ্দিকী ও আইয়ুব বাচ্চুর গান পরিবেশন করেন। বিগত বছরগুলোতে মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে শ্রোতাদের মন জয় করেছে ‘এইট নোটস’।

বিভিন্ন কনসার্ট আয়োজনের মাধ্যমে এইট নোটস তহবিল সংগ্রহ করে সিডনিতে একটি বাংলাদেশি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দেয় এবং বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা কামনা করেন।

Austrela

প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনুলাক চ্যাংটিভাং। এ ছাড়াও কনসার্টে সকল শ্রেণির প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান নিয়ে আয়োজক সামিউল কবির জানান, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটিতে একমাত্র এইট নোটস ব্যান্ডই এখন পর্যন্ত এককভাবে সিডনি ইউএনএসডব্লিউ (সাইন্স থিয়েটার) পারফরমেন্স করেছে।

সামিউল আরও জানান, আমরা সঙ্গীতের মাধ্যমে ভালোবাসা শেয়ার করতে চাই। আগামীতে সবার সহযোগিতাও কামনা করেছেন। মাইলস ব্যান্ডের মানাম আহমেদ তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ সময় তিনি সিডনি ওয়েস্টমিট চিল্ড্রেন হসপিটালে ২০১১ সালে ১৮৩৫ ডলার এবং ২০১৩ সালে ৪৬০০ ডলার এইট নোটস ব্যান্ড অনুদান দেয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।

Austrela

২০১০ সালে এইট নোটস ব্যান্ডের যাত্রা শুরু তিনজন সদস্যের প্রতিনিধি দল নিয়ে। তারা হলেন- সামিউল কবির (কিবোর্ড), আসিফ হায়দার (লিড গিটারিস্ট ও সহকারী ভোকাল) ও মোসাব্বির হোসেন (তবলা ও পাক্রারশন)।

পরে আরো তিনজন সদস্য যুক্ত হন ব্যান্ডটির সঙ্গে। ভোকালে রাহাত শান্তনু (২০১৬), বেস গিটারে পায়েল (২০১৬), ড্রামে শাম আরেফিন (২০১১) সালে। বর্তমান এই দলের সদস্য সংখ্যা ৬ জন।

এমআরএম/জেআইএম

আরও পড়ুন