প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ইউরোপ আ.লীগ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবার দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে আসবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগামী ১৪ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনার এই সফর ঘিরে ইতোমধ্যে ইউরোপজুড়ে প্রবাসী বাংলাদেশিদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এরই মধ্যে জার্মানি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর শেখ হাসিনার প্রথম ইউরোপ আগমনে সর্বকালের সর্বশ্রেষ্ট সংবর্ধনার আয়োজনের প্রস্তুতি নিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এই সফর ঘিরে জার্মানি আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী (সাবু) এবং সাধারণ সম্পাদক শেখ বাদল আহম্মেদ সকল সদস্যদের মিউনিখে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে উপস্থিতি কামনা করেন। মিউনিখে নিরাপত্তা সম্মেলনে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠক হবে শেখ হাসিনার।
জানা গেছে, নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানসহ গুরুত্বপূর্ণ অতিথিরা আসবেন। তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে বলেও জানা গেছে। এ ছাড়া চলমান রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
সূত্রে জানা যায়, সফরের প্রস্তুতি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের সভাপতিত্বে দুটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়।
এদিকে দলীয় সভানেত্রীর এই সফর উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশের নেতারাও প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু বলেন, মানবতার নেত্রী শেখ হাসিনার এই জয়ে আমরা আনন্দিত। প্রধানমন্ত্রীর এই সফরে আমরা শুভেচ্ছা জানাতে চাই। শেখ হাসিনাকে পেয়ে ইউরোপের নেতারা আরো উজ্জীবিত হবে।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ ফেব্রুয়ারি জার্মানি আসলে ১৫ ফেব্রুয়ারি প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা ১৬ ফেব্রুয়ারি রাতে এবং ১৭ ফেব্রুয়ারি সকালে দেশে ফেরার কথা রয়েছে।
জার্মানি শাখার সাধারণ সম্পাদক শেখ বাদল আহম্মেদ জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সুযোগ্য কন্যা বিশ্ব মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে ইউরোপীয় আওয়ামী লীগ, জার্মানি আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ সর্ব ইউরোপের সব অঙ্গ সংগঠন প্রবাসীদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
এমআরএম/জেআইএম