ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

সৌদিতে এসএসসি পরীক্ষা শুরু

আব্দুল হালিম নিহন | প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশের সঙ্গে মিল রেখে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে সৌদি আরবের বাংলা স্কুলগুলোতে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখা রিয়াদ এবং জেদ্দায় এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

২ ফেব্রুয়ারি সকালে সৌদি সময় সকাল ৭টায় পরীক্ষা শুরু হয়। শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে প্রবেশ করে।

Saudi

এবার রিয়াদ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে যার মধ্যে বিজ্ঞান বিভাগে ১৯ জন ছাত্র ৩০ জন ছাত্রী এবং ব্যবসায়ী বিভাগে ২ জন ছাত্র ৬ জন ছাত্রী রয়েছে।

অন্যদিকে রিয়াদ দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ ও পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রিয়াদ কেন্দ্রে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রিয়াদ দূতাবাসের প্রেস সচিব ফকরুল ইসলাম স্কুল থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবজাল হোসেনের নেতৃত্বে শিক্ষক শেখ শহিদুল ইসলাম আহমেদ করিম ইমাম।

Saudi

অন্যদিকে শিক্ষার্থীদের অভিভাকদের অপেক্ষা করতে দেখা গেছে স্কুল প্রাঙ্গণে।

এমআরএম/জেআইএম

আরও পড়ুন