বাংলাদেশে পাওয়ার প্ল্যান্ট স্থাপনে মালয়েশিয়ায় চুক্তি সই
বাংলাদেশে ১০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপন্নের জন্য পাওয়ার প্ল্যান্ট স্থাপনে আনন্দ এগ্রো ফার্ম ও মালয়েশিয়ার ওসিকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শুক্রবার বিকেলে মালয়েশিয়ার সেলানঙ্গর প্রদেশের শাহ আলম নামক এলাকায় অবস্থিত ওসিকে গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
আনন্দ এগ্রো ফার্মের পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক লায়ন এস এইচ চৌধুরী এবং ওসিকে গ্রুপের পক্ষে কোম্পানির প্রকল্প পরিচালক চং ওয়াই ওয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর মটুকপুরে স্থাপিত হতে যাওয়া পাওয়ার প্ল্যান্টটিতে মালয়েশিয়ান ওই কোম্পানি একশ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
এ সময় প্রবাসী কমিউনিটির নেতা বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ বাদল, মোহাম্মদ আলী বিন অহিদ, দাতু গুপি, দাতু সোহাইমিসহ ওসিকে গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আনন্দ এগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক লায়ন এস এইচ চৌধুরী জানান, বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে বিদেশি বিনিয়োগকারীদের দেশে নিয়ে যেতে চাই। এর পাশাপাশি বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
ওসিকে গ্রুপের প্রকল্প পরিচালক চং ওয়াই ওয়ে জানান, বাংলাদেশে সোলার পাওয়ারের চাহিদা ব্যাপক হওয়ায় আমরা সেখানে বিনিয়োগ করতে আগ্রহী।
এদিকে মালয়েশিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে সম্প্রতি মালয়েশিয়ার পেনাং প্রদেশে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘রোড-শো ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্টিত হয়েছে। সেমিনারে ওই প্রদেশের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। এজন্য বিনিয়োগের পরিবেশ পর্যবেক্ষণে শিগগিরই পেনাং প্রদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের কথা রয়েছে।
এমবিআর/এমএস