ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

মরদেহ পরিবহনে মাস্কাট রুটে উড়োজাহাজ চালুর ঘোষণা!

বাইজিদ আল-হাসান | প্রকাশিত: ০৯:৫৫ এএম, ৩১ জানুয়ারি ২০১৯

মরদেহ ও অসুস্থ যাত্রী পরিবহন এবং ব্যাগেজ জটিলতা নিরসনে ওমানের মাস্কাট রুটে বাংলাদেশ বিমানের বড় উড়োজাহাজ শিগগিরই চালুর ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। সম্প্রতি সচিবালয়ে আন্তর্জাতিক সংগঠন এনআরবি-সিআইপি অ্যাসোসিয়েশন এবং চট্টগ্রাম সমিতি ওমানের সঙ্গে বৈঠকে তিনি এই ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন এনআরবি-সিআইপি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. মাহতাবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি তাতাইয়ামা কবির, এম শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক কাজী সারোয়ার হাবীব, সাংগঠনিক সম্পাদক।

এ ছাড়া চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, অর্থ সম্পাদক ওমানপ্রবাসী আশরাফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ওমানপ্রবাসী হাফেজ ইদ্রিসসহ অন্যান্য নেতা এবং সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ উপস্থিত ছিলেন।

oman

বৈঠকে চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে জানানো হয়, ৬ মাস মাস্কাট রুটে বিমানের বড় উড়োজাহাজ বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে আছে ওমানে প্রায় ৮ লাখ বাংলাদেশি। হিমঘরে মরদেহের দীর্ঘ সারি আর হাসপাতালের বিছানায় অপেক্ষায় থাকা অসুস্থ প্রবাসীদের আর্তনাদের টনক নড়ছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বোচ্চ কর্তৃপক্ষের।

রাষ্ট্রীয় সংস্থাটির চরম উদাসীনতা মানবেতর পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে রেমিট্যান্স যোদ্ধদের। এ ছাড়া মাদক পাচারসহ বিমানবন্দর কেন্দ্রিক বিভিন্ন সমস্যা প্রতিমন্ত্রীর নজরে আনা হয়।

প্রতিমন্ত্রী মনোযোগ সহকারে সবকিছু শোনেন এবং বাংলাদেশ বিমান ও বিমানবন্দর কেন্দ্রিক প্রবাসীদের সব সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান। বৈঠক শেষে প্রতিমন্ত্রীকে চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে ওমানি স্মারক উপহার দেয়া হয়।

এমআরএম/জেআইএম

আরও পড়ুন