চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতিকে আমিরাতে সংবর্ধনা
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই'র অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আসা চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ারকে শারজাতে সংবর্ধনা দেয়া হয়েছে।
সম্প্রতি স্থানীয় আল হুদাইবিয়া হোটেল হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন দুবাই ও উত্তর আমিরাত চট্টগ্রাম সমিতি। সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আইয়ুব আলী বাবুল। সাধারণ সম্পাদক ইসমাইল গণি চৌধুরী এবং যুগ্ম সম্পাদক কাজী মুহাম্মদ আলীর যৌথ সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন কলিম সরওয়ার।
তিনি বলেন, ‘একটা সময় মানুষ সাংবাদিকদের কাছে আসতে হতো, এখন সাংবাদিকরাই মানুষের পৌঁছে যায়। সাংবাদিকতার যে পরিবর্তন হয়েছে এটাই তার দৃশ্যমান চিত্র। এয়ারপোর্ট জটিলতা, প্রবাসে হয়রানিসহ যেকোনো বিড়ম্বনার কথা সাংবাদিকদের জানাতে হবে। সংবাদ প্রকাশের মাধ্যমে সমস্যা থেকে উত্তোরণ সম্ভব।’
চট্টগ্রামের প্রসঙ্গ টেনে সংবর্ধিত অতিথি বলেন, ‘প্রাচ্যের রাণী খ্যাত চট্টগ্রামের এখন বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছে। এসব ক্ষত পূরণ করতে হবে। চট্টগ্রাম বিমানবন্দর বাস্তবে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। পাশাপাশি মাদার পোর্ট হিসেবে খ্যাত চট্টগ্রাম বন্দরের আনতে হবে আমূল পরিবর্তন।’
সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসাইন চৌধুরী নোমান, ইঞ্জিনিয়ার নওশের আলী, ইঞ্জিনিয়ার মোরশেদ, এম.এ.বশর, সাংবাদিক সাইফুর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই'র সভাপতি শিবলী আল সাদিক, সাইফুদ্দীন আহমেদ প্রমুখ।
এ সময় বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র নেতারা ও চট্টগ্রাম সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
এমআরএম/এমএস