মালয়েশিয়ায় এলি ফোনের যাত্রা
মালয়েশিয়ায় সম্পূর্ণ ডিজিটালাইজড পদ্ধতির অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে এলি ফোন নামের থিডি মোবাইল ফোন। ফোনটি নিয়ে এসেছে ডিএসএম গ্রুপ। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বাজারজাত শুরু করেছে প্রতিষ্ঠানটি।
৫ জানুয়ারি শনিবার বিকেল ৬টায় মালয়েশিয়ার দেওয়ান পারদানা ফেলডাতে শুরু হয় এলি ফোনের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএম গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান দাতু সুকি। দাতু সুকি এলি ফোনের কার্যপরিকল্পনা তুলে ধরেন এবং এ ফোনের অগ্রযাত্রার শুভ কামনা করেন।
পাশাপাশি এলি ফোনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে সমগ্র মালয়েশিয়ায় ৫০ জন ডিলারশিপদের মাঝে সনদ বিতরণ করেন ফাউন্ডার চেয়ারম্যান।
এ ছাড়া কান্ট্রি বেসিস বাংলাদেশ এবং ইন্দোনেশিয়াকে সোল্ড ডিস্ট্রিবিউটর নিয়োগ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিএসএম গ্রুপের অ্যাসিসটেন্ট ডাইরেক্টর উস্তাদ মুক্তার, টেকনিক্যাল অফিসার আজিজান ও মার্কেটিং ম্যানেজার মুজাইফাহ পিসা প্রমুখ।
বাংলাদেশের ডিস্ট্রিবিউটর ডা. মিজানুর রহমান বলেন, মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের দ্বি-পাক্ষিক সম্পর্ক অত্যন্ত ভালো। এ সম্পর্ককে কাজে লাগিয়ে ব্যবসায়িকভাবে আমাদের এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির মধ্যে উপস্থিত ছিলেন রাশেদ বাদল, শফিক চৌধুরী, রাহাদ উজ্জামান, ফরিদ গাজী প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এলি ফোনের উদ্বোধনী অনুষ্ঠান।
এমআরএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - প্রবাস
- ১ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু
- ২ সংকট থেকে উত্তরণ: নৈতিকতা, সুশাসন ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন
- ৩ অস্ট্রেলিয়ায় মানবপাচার চেষ্টা, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার
- ৪ আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান
- ৫ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সেবাদানের উদ্যোগ হাইকমিশনের