ভিডিও EN
  1. Home/
  2. প্রবাস

রিয়াদ বাংলা স্কুলে ‘বই উৎসব’

আব্দুল হালিম নিহন | প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ০১ জানুয়ারি ২০১৯

নতুন বছরের প্রথম দিন, আর এ দিনেই সবার হাতে হাতে নতুন বই। এ এক অন্যরকম আনন্দ উল্লাস। বাংলাদেশের পাশাপাশি আনন্দে ভাসতে দেখা গেছে সৌদি আরবের রিয়াদ বাংলা স্কুলের শিক্ষার্থীদের।

দেশটির স্থানীয় সময় সকাল ৯টায় বই উৎসব শুরু হয়। উৎসব ঘিরে নানা রকম ফেস্টুন লিখে সাজানো হয় স্কুল প্রাঙ্গণ। স্কুলের বিওডির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক খাদেমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার এস এম আনিসুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফজাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. আসাদুজ্জামান। এ ছাড়া প্রেস সচিব (প্রথম) মো. ফখরুল ইসলাম, স্কুল পরিচালনা পরিষদের সদস্য প্রকৌশলী গোফরান, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. আনিসুর রহমান বক্তব্য দেন।

Riad2

সভাপতির বক্তব্যে স্কুলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, বিদেশে বাংলাদেশের পতাকাবাহী বিদ্যাপিঠটি প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের বাংলা শিক্ষার প্রসার ঘটিয়ে যাচ্ছে। বিদেশে বসেও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের বই পৌঁছে দেয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

বলেন, সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের পর বাংলা পতাকা উড়ে। যা বাংলা স্কুলে আমাদের জন্য গর্বের বিষয়। তিনি বাংলাদেশ সরকারের কাছে পুনরায় আবদার রাখেন স্কুল বাঁচাতে নিজ ভবনে একটি স্কুলের জন্য।

এদিকে প্রধান অতিথি রিয়াদ দূতাবাসে নিয়োগ পাবার পর বাংলা স্কুলে এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, রিয়াদ স্কুল নিয়ে অনেক গল্প শুনেছি। স্কুলের শিক্ষার্থীদের দেখে সত্যিই ভালো লাগছে। স্কুলের জন্য যা যা করণীয় বাংলাদেশ সরকারের সহযোগিতায় রিয়াদ দূতাবাস করবেন।

পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন বই এবং ভালো ফলাফল অর্জনকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।

এমআরএম/এমকেএইচ

আরও পড়ুন